সমস্ত দূতাবাস থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হল!!

অনলাইন প্রতিনিধি :- বিদেশে বাংলাদেশের ৮০টি মিশন অর্থাৎ দূতাবাস অফিস থেকে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের ছবি সরিয়ে ফেলা হয়েছে।সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নিজে না চাইলে তাঁকে মেয়াদ শেষের আগে সরানো কঠিন। গুরুতর অসুস্থ, বড় ধরনের অপরাধে জড়িয়ে না পড়লে অন্তর্বর্তী সময়ে সরে যাওয়ার সুযোগ নেই।ঢাকার সরকারি সূত্রে খবর, বিদেশ মন্ত্রকের মৌখিক নির্দেশ পেয়ে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে। ওই নির্দেশনা পাওয়ার পরই কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছে।তবে, কেন বা কী কারণে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা, তা নিয়ে স্পষ্ট করে কেউ কিছু বলতে পারেনি। বেশ কয়েকটি দেশের বাংলাদেশি দূতাবাসের সাথে কথা বলে জানাগেছে, সেগুলোর মধ্যে কোনো কোনো দূতাবাস সরকারের মৌখিক নির্দেশনা পেয়েছে, আবার কোনো কোনোটি সেই নির্দেশনা পায়নি। এমন নির্দেশনা দেওয়া হয়েছিল লন্ডনে বাংলাদেশে হাইকমিশনেও। সুত্রের খবর, লন্ডন হাইকমিশন মন্ত্রণালয়ের এই নির্দেশনা পাওয়ার পরই লন্ডন হাই কমিশনে থাকা রাষ্ট্রপতি মি. সাহাবুদ্দিনের ছবি শুক্রবার রাতেই সরিয়ে দিয়েছে।