August 3, 2025

সনাতন ধর্মের উপর আঘাত আসছেঃরতন লাল নাথ

 সনাতন ধর্মের উপর আঘাত আসছেঃরতন লাল নাথ

সনাতন ধর্মের উপর আঘাত আসছে বলে মন্তব্য করেন রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার আগরতলা মহনাম অঙ্গনে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। প্রভু জগদ্বন্ধু সুন্দরের সার্ধশতবর্ষ ও শুভ আবির্ভাব স্মরণোৎসব উদযাপনের পাশাপাশি, শ্রীশ্রী মহানাম অঙ্গনের ৪২ তম প্রতিষ্ঠা দিবস এবং নবনির্মিত ভক্তাবাসের দ্বারোদঘাটন উপলক্ষে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসেবে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় স্বেচ্ছা রক্তদান উৎসব। উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ।
পাশাপাশি ৫০ শয্যা বিশিষ্ট ভক্তাবাসের দ্বারোদঘাটন করেন কাশি থেকে আগত সন্ন্যাসী শিবানন্দ বাবা ।

রতন লাল নাথ ছাড়াও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা।
রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন, আমরা আমাদের অমূল্য জীবন সঠিকভাবে কাজে লাগাচ্ছি না। মানব সেবায় আমাদের জীবন কাজে লাগাতে হবে। সনাতন ধর্মের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন বর্তমানে সনাতন ধর্মের উপর বিভিন্নভাবে আঘাত আসছে। মানুষ বুঝে গেছে মানব সেবাই আসল ধর্ম। এ জন্যই মানুষ শ্রাদ্ধ বাসর ,বিবাহ বাসর সহ বিভিন্ন অনুষ্ঠানে রক্তদান করছে। রক্তদানে রাজ্য এখন চাহিদার থেকে যোগানে অনেক এগিয়ে আছে। তাই রাজ্যবাসীকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। আজকের এই রক্তদান শিবির কে কেন্দ্র করে ভক্তদের মধ্যেও বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *