August 2, 2025

সঙ্গীতশিল্পীদের প্ল্যাটফর্ম করে দিচ্ছেন সীমন্তিনী।।

 সঙ্গীতশিল্পীদের প্ল্যাটফর্ম করে দিচ্ছেন সীমন্তিনী।।

অনলাইন প্রতিনিধি || আমেরিকায় বসবাসকারী বিখ্যাত ইন্দো- আমেরিকান সঙ্গীত শিল্পী সীমন্তিনী রায় সম্প্রতি ভারতবর্ষের অগ্রণী মিউজিক লেবেল সারেগামার সঙ্গে জোটবদ্ধ হয়েছেন উত্তর আমেরিকা ও কানাডায় বসবাসকারী দক্ষিণ এশিয়ার প্রতিভাবান সঙ্গীত শিল্পীদের উৎসাহ প্রদান ও উন্নীত করার উদ্দেশ্যে।সীমন্তিনী রায়ের স্বত্বাধীন স্পটলাইফ স্টুডিও ভারতবর্ষের প্রাচীনতম সঙ্গীত প্রতিষ্ঠান সারেগামার (পূর্বে যার নাম ছিল এইচএমভি) সঙ্গে যুক্ত হওয়ার ফলে সা রে গা মা ওপেন স্টেজ এখন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসকারী দক্ষিণ এশীয় সঙ্গীত শিল্পীদের এবং প্রতিভাবানদের একটি বিশাল প্ল্যাটফর্ম প্রদান করতে শুরু করেছে।এই সংযোজন প্রতিভাবানদের সংঙ্গীতজীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বিরাট এবং বিরল সুযোগ এনে দিয়েছে।উদীয়মান এবং সম্ভাবনাময় আগ্রহী শিল্পীদের আত্মপ্রকাশে সহায়তা করার জন্য সীমন্তিনীর এই উদ্যোগে বিভিন্ন মাধ্যম থেকে উচ্চপ্রশংসিত হয়েছে। স্পটলাইফ স্টুডিও সারেগামার এই সংযুক্তিকরণের প্রেক্ষিতে শ্রীমতী রায়ের বক্তব্য ‘বিভিন্ন সময়ে বহু শিল্পী তার কাছে বলেছেন লাইভ শো-তে অংশ নিতে তারা তাদের শৈল্পিক কর্মকে প্রকাশ করার জন্য যোগাযোগের সঠিক মাধ্যম পাচ্ছেন না বলেও উল্লেখ করেন। প্রতিশ্রুতিময় শিল্পীদের সুযোগ করে দিতেই এই উদ্যোগ নিলেন তিনি।এই বিষয়ে আগ্রহীদেরকে SPOTLIFE STU- DIO-র ওয়েবসাইট দেখতেও বলেছেন তিনি।সীমন্তিনী রায় ২০০৫ সাল থেকে আমেরিকা ও কানাডায় অনুষ্ঠান করছেন এবং ২০১৩ সাল থেকে একশোর বেশি লাইভ বলিউড কনসার্ট ও ট্যুরে অংশগ্রহণ করেছেন।সীমন্তিনী . পেশাগত দিক থেকে একজন সফল ইঞ্জিনীয়ার।তিনি আমেদাবাদের স্কুল অব প্ল্যানিং থেকে এমটেক ও ইংল্যাণ্ডের ম্যাঞ্চেস্টার বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি গ্রহণ করে বর্তমানে আমেরিকায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন ৷ বিশিষ্ট কবি ও লেখিকা ড. অরুন্ধতী রায় ও ইএনটি সার্জন ডা. প্রমথেশ রায়ের কনিষ্ঠা কন্যা সীমন্তিনী সৌন্দর্য প্রতিযোগিতায় প্রাক্তন ‘মিস ত্রিপুরা’ ও ‘মিস ইস্ট ইণ্ডিয়া ফটোজেনিক শিরোপার অধিকারী। কিছুদিন আগে তাকে আমেরিকায় “বেস্ট উইমে এন্টারপ্রেনার’ হিসেবে সংবর্ধিত করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন।সম্প্রতি তিনি একজন টপ উইমেন লিডার হিসেবেও নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *