August 2, 2025

সংস্কারের দাবিতে ফের রাস্তায় জনতা!!

 সংস্কারের দাবিতে ফের রাস্তায় জনতা!!

অনলাইন প্রতিনিধি :- রাজ্য প্রশাসনের কুম্ভকর্ন কর্তাদের সজাগ করতে, সড়ক সংস্কারের দাবিতে ফের রাস্তায় নেমে এলো জনতা! মঙ্গলবার সকাল থেকে আচমকা অমরপুর- নুতনবাজার সড়কে জনতার বিক্ষোভের কারনে চুড়ান্ত নাজেহাল হতে হয়েছে অসংখ্য যাত্রীসাধারন ও যানবাহন চালকদের। মহকুমার পুর্বদলুমা ও পশ্চিম দলুমার ভিলেজের আটটি গ্রামীন রাস্তার দীর্ঘদিন ধরেই খুবই বেহাল দশা।

রাস্তা গুলির সংস্কারের দাবী নিয়ে অমরপুর পূর্ত দপ্তরের নির্বাহী বাস্তুকার সহ প্রশাসনের কর্তাদের নিকট বার বার ধর্না দিলেও কোনও হেলদোল নেই। তিতিবিরক্ত গ্রামবাসীরা ওই আটটি রাস্তা সংস্কারের দাবীতে তিপ্রামথার বিজিত প্রার্থী অসিরাম রিয়াংয়ের নেতৃত্বে মঙ্গলবার সকাল থেকে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *