সংবিধান সংশোধনী বিল পেশ হতেই ধুন্ধুমার সংসদে, বিল ছিঁড়ে ছোড়া হলো শাহের মুখে!!

অনলাইন প্রতিনিধি :- সকাল থেকেই ১৩০তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সরগরম সংসদ। বিরোধীদের প্রবল বিক্ষোভের মধ্যেই সংসদে তিন সংশোধনী বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা। ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তাঁদের অপসারণ সংক্রান্ত সংশোধনী বিল পেশ হতেই বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী শিবিরের সাংসদরা। এমনকী বিলের কপি ছিঁড়ে ভাষণরত অবস্থাতেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের দিকে ছুড়ে মারা হয় বলে অভিযোগ।