August 2, 2025

শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন ২০ শে

 শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন ২০ শে

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট থেকে সৃষ্ট রাজনৈতিক উথালপাথাল পরিস্থিতিতে সংসদের অধ্যক্ষ মহিন্দা আবেয়বর্দেনা জানিয়েছেন শুক্রবার সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে উদ্যোগ শুরু হবে । বিভিন্ন দল তাদের প্রার্থী ঠিক করে জমা দিতে পারবে মনোনয়নপত্র । এমনকি নির্দল প্রার্থীও পারবে মনোনয়নপত্র জমা দিতে । ১৯ তারিখ পর্যন্ত চলবে এই প্রক্রিয়া । ২০ তারিখ রাষ্ট্রপতি নির্বাচন হবে । গতকাল দুপুর পর্যন্ত খবর ছিল সংসদের অধ্যক্ষ আবেয়বর্দেনা হবেন অস্থায়ী রাষ্ট্রপতি , অধিকাংশ সাংসদের ইচ্ছানুযায়ী । কিন্তু পরিস্থিতি পাল্টে যায় পরে । হয়ত এই রাষ্ট্র বিপ্লবকালে সাংসদদের সমর্থন যোগার দ্বারা রাষ্ট্রপতি হলে তিনিও বিক্ষোভকারী জনসাধারণের রোষানলে পড়বেন , এই চিন্তা গভীর হয় আবেয়বর্দেনার

এ জন্যই তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিতে চাইছেন না বলে শ্রীলঙ্কার বহু সাংসদের মনে হচ্ছে । রাষ্ট্রপতি গত শুক্রবার পালিয়েছেন সমুদ্রে । তিনি আগামীকাল ইস্তফা দিয়েছেন । অনির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘেও ইস্তফার আগ্রহ দেখাচ্ছেন । রবিবার বিরোধী নেতারা আলোচনা থেকে সিদ্ধান্ত নিয়েছেন , সর্বদলীয় সরকার গঠনের । সোমবার প্রধানমন্ত্রী বিরোধী নেতাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন , বর্তমান মন্ত্রিসভাও ইস্তফা দিতে চায় । কারণ সরকার নির্বাচিত হয়নি । মাহিন্দা রাজাপাক্সে তীব্র জনবিক্ষোভ দেখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলে রনিল বিক্রমাসিংঘেকে প্রধানমন্ত্রী নিযুক্তি দেন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাক্সে । এদিকে , বর্তমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ইস্তফা না দেওয়া পর্যন্ত , তাদের যথাক্রমে সরকারী ও নিজস্ব বাসভবন থেকে বিক্ষোভকারীরা না ‘ সরার ’ ঘোষণা দিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *