September 5, 2025

শেয়ার বাজারে যাত্রা শুরু ত্রিপুরার ওভাল কোম্পানির!!

 শেয়ার বাজারে যাত্রা শুরু ত্রিপুরার ওভাল কোম্পানির!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের ওভাল প্রজেক্টস ইঞ্জিনীয়ারিং লিমিটেড বোম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হলো। রাজ্যে এই প্রথম কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বোম্বে স্টক এক্সচেঞ্জের সঙ্গে সরাসরি যুক্ত হলো।তাতে রাজ্যে কর্মসংস্থানের সুযোগ ও বিনিয়োগের সম্ভাবনা বাড়লো। বৃহস্পতিবার বোম্বে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রথা অনুযায়ী ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে ওভাল প্রজেক্টস ইঞ্জিনীয়ারিং লিমিটেডকে বোম্বে স্টক এক্সচেঞ্জে অসচেজেম অডিটোরিয়ামে (বিএসই) তালিকাভুক্ত করার ঘোষণা দেওয়া হয়। সকাল দশটায় পরিপূর্ণ অডিটোরিয়ামে বিশিষ্ট অতিথি ও বিনিয়োগকারীদের করতালিতে কোম্পানিকে তালিকাভুক্ত করার মধ্য দিয়ে বিনিয়োগ বাজারে যাত্রা শুরু করে। শুরুর সময় ওভাল প্রজেক্টস ইঞ্জিনীয়ারিং লিমিটেডের বাজারে ইক্যুইটি শেয়ার মূল্য ছিল ৮৫ টাকা ২৫ পয়সা।তারপর দেখা গেছে তালিকাভুক্ত অনুষ্ঠান চলাকালীন এক ঘণ্টার মধ্যেই কোম্পানির শেয়ার মূল্য বেড়ে দাঁড়ায় ৮৯ টাকা ৫০ পয়সা। কোম্পানি ১৭৭ কোটি টাকার বিনিয়োগ নিয়ে যাত্রা শুরু করে।
উল্লেখ্য, এই কোম্পানি বিএসইতে তালিকাভুক্ত হওয়ায় ত্রিপুরার মানুষের কাছে খুবই স্মরণীয় মুহূর্ত। এই কোম্পানির কর্ণধার আগরতলার ধলেশ্বর নিবাসী ইঞ্জিনীয়ার গৌতম দেবনাথ ২০১৩ সালে ওভাল প্রজেক্টস
ইঞ্জিনীয়ারিং লিমিটেড নামে একটি কোম্পানি খুলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেন। তিন বছরের মধ্যে ২০১৬ সালে এই কোম্পানি ওএনজিসির সোনামুড়া প্রজেক্টে গ্যাসের পাইপ লাইনের কাজ করে। তারপর থেকে এই কোম্পানি ত্রিপুরা সহ গোটা দেশের বিভিন্ন জায়গায় ইনফ্রাস্ট্রাকচার তথা পরিকাঠামোগত ক্ষেত্র, তেল ও গ্যাসের পাইপ লাইনের কাজ করে। বর্তমানে কোম্পানি ত্রিপুরা, আসাম, গুজরাট, ঝাড়খণ্ড, দিল্লী সহ দেশের সাত রাজ্যে পরিকাঠামো ক্ষেত্র উন্নয়ন, তেল ও গ্যাসের পাইপলাইন বসানো সহ আরও বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। তীব্র প্রতিকূলতার মধ্য দিয়েও গৌতম দেবনাথ বোম্বে স্টক এক্সচেঞ্জে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপতিদের ৬১১ নম্বর তালিকায় অন্তর্ভুক্ত হলেন। এ দিন অনুষ্ঠানে ওভাল কোম্পানির কর্ণধার গৌতম দেবনাথ তার বক্তব্যে উল্লেখ করেন, ত্রিপুরার মতো প্রান্তিক রাজ্য থেকে স্রেফ অধ্যাবসায়ের জোরেই তিনি এখানে আসতে পেরেছেন। বর্তমানে তার কোম্পানিতে সাড়ে চারশর উপর শ্রমিক কর্মচারী কর্মরত আছেন। তিনি বলেন, আমার এই যাত্রা পথে যারা সহযোগিতা করেছেন তার মধ্যে ত্রিপুরা সরকার ও প্রশাসন রয়েছে। রাজ্য সরকারও চাইছেন ত্রিপুরার উন্নয়নে বিনিয়োগ বাজারে সকলেই সরাসরি অংশগ্রহণ করুক। শ্রী দেবনাথ আরো বলেন, রাজ্যে যেকোনো বড় প্রকল্প বাস্তবায়নের জন্য তারা এখন প্রস্তুত। গৌতমবাবু বলেন, ত্রিপুরার শিল্প উন্নয়নের জন্য ক্যাপিটাল ভর্তুকি বা মেশিনারি ভর্তুকি না দিয়ে বহি:রাজ্যে বিপণনের জন্য পরিবহণ ক্ষেত্রে ১০০ শতাংশ ভর্তুকি দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে বিএসইর প্রধান রাধা কৃত্তি বাসন প্রমুখ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে সারা দেশের শতাধিক বিনিয়োগকারী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *