August 3, 2025

শুরু কোঃ ফাইনাল যুদ্ধ

 শুরু কোঃ ফাইনাল যুদ্ধ

কাতার বিশ্বকাপের আর মাত্র আটটি ম্যাচ বাকি। চারটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ। দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ও তৃতীয় স্থানের ম্যাচ। দুটি ম্যাচ জিতলে ফাইনালে আর টানা তিন ম্যাচ জিতলে বিশ্বকাপ ঘরে। রোমাঞ্চকর সব লড়াইয়ের মাধ্যমে শেষ হয়েছে ২০২২ বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ তথা শেষ ষোলো। এবার শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল, যেখানে মুখোমুখি হবে শেষ আট দল। শেষ ষোলোর লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে ৩-১ ব্যবধানে হারিয়েছে নেদারল্যাণ্ডস। এরপর আর্জেন্টিনা ২-১ গোলে হারায় অস্ট্রেলিয়াকে এবং ফ্রান্সের কাছে ৩-১ গোলে হারে পোল্যাণ্ড। ইংল্যাণ্ড ৩-০ গোলে হারায় সেনেগালকে। এরপর ক্রোয়েশিয়া ও জাপানের মধ্যেকার ম্যাচটির নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় গড়ায় ট্রাইবেকারে। এবারের বিশ্বকাপে প্রথম ট্রাইবেকারে গড়ানো ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয়। ২০১৮ বিশ্বকাপের রানার্স আপ ক্রোয়াটরা। শেষ ষোলোর শেষদিকে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। তবে আসল চমক দেখায় মরক্কো। এবার গোলশূন্য ১২০ মিনিট শেষে পেনাল্টি শুটআউটে তারা হারিয়ে দেয়। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনকে। আর এই পর্বের শেষ ম্যাচে সুইজারল্যাণ্ডকে ৬-১ গোলে উড়িয়ে দেয় পর্তুগাল। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শেষ আটের লড়াই। একনজরে শেষ আটে উঠে আসা দলগুলোর মধ্যে কে কার মুখোমুখি হবে ৯ ডিসেম্বর ক্রোয়েশিয়া-ব্রাজিল (রাত ৮.৩০ মি.) । ৯ ডিসেম্বর : আর্জেন্টিনা-নেদারল্যাণ্ডস (রাত ১২.৩০ মি.), ১০ ডিসেম্বর মরক্কো পর্তুগাল (রাত ৮.৩০ )। ১০ ডিসেম্বর ইংল্যাণ্ড ফ্রান্স (রাত ১২.৩০)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *