August 2, 2025

শুভেচ্ছায় ভাসছেন বিপ্লব!!

 শুভেচ্ছায় ভাসছেন বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি:- হরিয়ানায় বিপুল জয়ের পর শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। শুধু তাই নয়, হরিয়ানায় তৃতীয়বার আরও বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বিএল সন্তোষ তাঁর এক্স হ্যান্ডেলে বিপ্লব সহ আরও তিন নেতার ছবি পোস্ট করে তাদের অভিনন্দন জানিয়েছেন, যা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার বিপ্লব কুমার দেবের দিল্লিস্থিত সরকারী আবাসে গিয়ে তাঁকে ফুল, শালের চাদর এবং মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান সিং সাইনি। তাঁর সাথে ছিলেন হরিয়ানা প্রদেশের অন্য মন্ত্রী এবং রাজ্য নেতারা। মঙ্গলবার তার বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হরিয়ানা বিজেপি প্রদেশ সভাপতি মোহনলাল বাদৌলি। প্রায় প্রতিদিনই নেতা, মন্ত্রী এবং কার্যকর্তারা শুভেচ্ছা জানাচ্ছেন। উল্লেখ্য, গত দুই বছর ধরে বিপ্লব কুমার দেব হরিয়ানার প্রভারি হিসাবে মাটি কামড়ে পড়েছিলেন। একেবারে বুথস্তর থেকে সংগঠনকে মজবুত করে তুলতে রাত দিন কাজ করে গেছেন। হরিয়ানার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার প্রায় আড়াই মাস আগে বিজেপি শীর্ষ নেতৃত্ব বিপ্লব সহ আরও তিন নেতাকে নির্বাচনি প্রভারী হিসাবে দায়িত্ব অর্পণ করে। নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন থেকে শুরু করে, জাতপাতের ভিত্তিতে ভোটের রণকৌশল তৈরি এবং বুথ স্তর পর্যন্ত যাকে বলে মাইক্রোম্যানেজমেন্ট, সবই খুব দক্ষতার সাথে পালন করেছেন। সমস্ত বুথ ফেরত সমীক্ষা পর্যন্ত ভুল প্রমাণিত হয়েছে হরিয়ানায়। স্বাভাবিকভাবেই খুশি দল এবং দলের শীর্ষ মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *