August 2, 2025

শুক্রবার থেকে প্রচারে বিজেপি!!

 শুক্রবার থেকে প্রচারে বিজেপি!!

অনলাইন প্রতিনিধি :-আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রদেশ বিজেপি আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করতে চলেছে আগামী ৮ মার্চ।শুক্রবার আগরতলা টাউন হলে এক আলোচনাচক্রের মাধ্যমে প্রচারের রূপরেখা নিয়ে আলোচনা হবে।সকাল দশটায় শুরু হতে যাওয়া আলোচনাচক্রে রাজ্য বিজেপির ৯০০ জনের মতো প্রতিনিধি তাতে অংশ নেবেন। কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ শাসকদলের শীর্ষ নেতৃত্ব। বুধবার বিজেপি রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ মর্মে জানান প্রদেশ বিজেপি সহ সভাপতি তাপস ভট্টাচার্য।তিনি জানান,আগামী ৮ মার্চ রাজ্যের দ্বিতীয় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি হচ্ছে।এই দিনটিকে লোকসভার আনুষ্ঠানিক প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে।পদ্মশিবির অন্যান্যবারের মতো এবারও সকল অংশের মানুষের পরামর্শ নিয়ে সংকল্প পত্র তৈরি করবে।সারা দেশ থেকে কম করেও ১ কোটি মানুষের মতামত নেওয়া হবে।রাজ্যে ৮ মার্চ থেকে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে।তিনভাবে মতামত সংগ্রহ করবে পদ্মশিবির। মিসকল, নমো অ্যাপ, এলইডি ভ্যান মাধ্যমে পরামর্শ নেওয়া হবে।পরামর্শ জমা দেওয়ার জন্য বক্সও রাখা হবে। চারটি এলইইড ভ্যান পালা ক্রমে ৬০টি বিধানসভা কেন্দ্রে যাবে। প্রতিটি বুথে গাড়িগুলি যাবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের বিগত ১০ বছরের কর্মকাণ্ডের বর্ণনা মেলে ধরবে।পরামর্শ দেওয়ার জন্য এলইইড ভ্যানেও পরামর্শ জমা দেওয়ার বক্স থাকবে। সমাজের সকল স্তরের মানুষ লিখিত আকারে পরামর্শ দিতে পারবেন।দেশকে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠা করতে গেলে রাষ্ট্র নির্মাণে একজন মানুষ কীভাবে অংশ নিতে পারেন, কীভাবে স্বাবলম্বী হতে পারেন, কীভাবে দেশকে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত লিখিত আকারে জমা দেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *