August 3, 2025

শিশুকন্যা খুনের ঘটনার পুনঃনির্মাণ পুলিশের!!

 শিশুকন্যা খুনের ঘটনার পুনঃনির্মাণ পুলিশের!!

দৈনিক সংবাদ অনলাইন।। কল্যাণপুর থানাধীন চার বছরের শিশুকন্যাকে ধর্ষণ শেষে খুনের ঘটনায় ধৃত অভিযুক্ত আমন নায়েককে নিয়ে বৃহস্পতিবার ঘটনার পুনঃনির্মাণ করলো পুলিশ। গতকাল বুধবার পুলিশি জেরায় আমন নায়েক স্বীকার করেছিল, সেই এই বর্বর কান্ড সংগঠিত করেছে। বৃহস্পতিবার মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া, এই কেইসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত দেবনাথ, কল্যাণপুর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইন্সপেক্টর শুভ্রাংশ ভট্টাচার্য সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান।

সেখান যাওয়ার ওর অভিযুক্ত আমন নায়ক ওইদিনের ঘটনার সমস্ত বিবরণ হাতে-কলমে দেখিয়ে দেন । যে সমস্ত জিনিস এই হত্যাকাণ্ডে এবং ধর্ষণের ঘটনায় ব্যবহৃত হয়েছিল সেই জিনিস গুলো আমন নায়েকের স্বীকারোক্তি মূলে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার তদন্ত করে চার্জসিট আদালতে জমা দেওয়া হবে। কেননা, পুলিশও চাইছে এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এলাকার মানুষেরও একই দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *