August 2, 2025

শিল্পীর তাক লাগানো সোনার চন্দ্রযান।

 শিল্পীর তাক লাগানো সোনার চন্দ্রযান।

সোনার চন্দ্রযান-৩! দেড় ইঞ্চির সোনার চন্দ্রযান-৩ গড়ে তাক লাগালেন কোয়েম্বাটুরের এক মিনিয়েচার শিল্পী।নাম মারিয়াপ্পন। মারিয়াপ্পনের তৈরি করা এই খুদে সোনার চন্দ্রযান-৩-এর ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যা কুড়িয়েছে। শিল্পীর তাক লাগানো দক্ষতায় মুগ্ধ সবাই। দেড় ইঞ্চির সোনার চন্দ্রযান-৩-কে মারিয়াপ্পন মুড়ে দিয়েছে ভারতের তেরঙায়।মারিয়াপ্পন জানিয়েছেন, ‘যখনই কোনও গুরুত্বপূর্ণ কোনও ঘটনা ঘটে, তখনই আমি মিনিয়েচার মডেল বানাই। আমি চন্দ্রযান-৩ প্রজেক্টে যুক্ত থাকা সমস্ত বিজ্ঞানীদের প্রতি আমার শ্রদ্ধা জানাতে চাই। ৪ গ্রাম সোনা দিয়ে আমি এই মজেলের নকাশ করেছি। এটা তৈরি করতে আমার ৪৮ ঘণ্টা লেগেছে।’প্রসঙ্গত, গত ৭২ ঘন্টায় ল্যান্ডার ‘বিক্রম’ ভাসতে- ভাসতে ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছিল চাঁদের দক্ষিণ মেরুর।
অবশেষে বুধবার চাঁদের মাটি স্পর্শ করল ‘বিক্রম’।বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল চন্দ্রযান ৩-এর ল্যান্ডার ‘বিক্রম’। ‘ল্যান্ডার বিক্রম’ আগেই মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
বুধবার ধাপে ধাপে ল্যান্ডারের উচ্চতার পাশাপাশি গতিও
কমিয়েছে।চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও
দেশই মহাকাশযান পাঠাতে
পারেনি। বুধবারের পরীক্ষায় ইসরো সফল হওয়ায় ইতিহাস তৈরি করল ভারত। বুধবার ভোর পর্যন্ত ল্যান্ডার মডিউল চাঁদের চারপাশের কক্ষপথে সবথেকে কম দূরত্বে অবস্থান করছিল।এই অবস্থাকে বলা হয় পেরিলিউন।এই পেরিলিউন হল ক্লোজেস্ট পয়েন্ট টু দ্য মুন, চাঁদের সব চেয়ে কাছের বিন্দু। সেখান থেকেই যত দূরত্ব কমেছে ততই গতি কমিয়ে উলম্বভাবে চাঁদের মাটি স্পর্শ করেছে ‘বিক্রম’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *