September 20, 2025

শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই গড়াল থানা পর্যন্ত!!!

 শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই গড়াল থানা পর্যন্ত!!!

অনলাইন প্রতিনিধি || রাস্ট্রবাদী দলের অন্দরে দুর্নীতি এতটাই মাথাচাড়া দিয়ে উঠছে যে, এখন নিজেরাই নিজেদের মধ্যে প্রকাশ্যে লড়াইয়ে জড়িয়ে পড়ছে। শনিবারও একই ঘটনা ঘটলো প্রতাপগড় কেন্দ্রের অন্তর্গত আড়ালিয়া এলাকায়। আড়ালিয়া শিব মন্দির পাড়ার বাসিন্দা বিনয় দেবনাথ ২৭ নম্বর যুব মোর্চার ওয়ার্ড সভাপতি। অপরদিকে ২৭ নম্বর ওয়ার্ডের সভাপতি রাকেশ ঘোষ ও বিজেপি কার্যকর্তা সুজিত ঘোষ । দুই নেতাই মাটির ঠিকেদারি করে। টাকা পয়সার লেনদেন থেকেই একে অপরের বিরুদ্ধে হাতাহাতি ঘটে শনিবার। ১৩ প্রতাপগড় যুব মোর্চার মন্ডল সভাপতি মনিশ চক্রবর্তীও মার খায় বলে অভিযোগ। ঘটনা কি কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই ঝামেলা থানা পর্যন্ত গড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *