August 3, 2025

শাসকের দুই গোষ্ঠীর লড়াই!!

 শাসকের দুই গোষ্ঠীর লড়াই!!

অনলাইন প্রতিনিধি :-শাসক দলের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর লড়াই ঘিরে বুধবার সকাল থেকে যাত্রী দুর্ভোগ চরমে উঠে। রাজধানীর প্রায় সকল ই রিক্সা চালকরা এককাট্টা হয়ে বিএমএস নামে একটি শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সোচ্চার হয়। ই রিক্সা শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন গড়ায় এডি নগর পুলিশ লাইন এলাকায়। তাদের দাবি রাস্তায় যানজট মুক্ত রাখতে বিভিন্ন সময় প্রশাসন ই রিক্সা টমটম গুলির ছবি তুলে বিভিন্ন মামলা হাতে নিচ্ছে ।। পুলিশ প্রশাসন তাদের কোনোভাবেই সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে না। তাই তারা আজ ট্রাফিক দপ্তরের এসপি মানিক দাসের নিকট এক ডেপুটেশনে মিলিত হয়। এছাড়াও তারা বিএমএস এর জোর জুলুমের বিরুদ্ধে সোচ্চার হয়। যারা বুধবার ডেপুটেশন দিয়েছে, তারা বিবেকানন্দ বিচার মঞ্চের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *