August 3, 2025

শহরে এক বাড়িতে বোমা নিক্ষেপ ঘিরে উত্তেজনা!!

 শহরে এক বাড়িতে বোমা নিক্ষেপ ঘিরে উত্তেজনা!!

অনলাইন প্রতিনিধিঃ- রবিবার রাত আনুমানিক সাড়ে দশটায় আগরতলা অভয়নগর পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে এলাকার বাসিন্দা স্বপন দেবের বাড়িতে হামলা চালায় ১০-১২ জনের দুষ্কৃতির দল। চলতে থাকে বোমাবাজি। স্বপন দেবের ছেলে স্বস্তিক দেব দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত। স্বাভাবিক ভাবেই এই বোমাবাজি ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। কে বা কারা জড়িত এই বোমাবাজি কাণ্ডে? এই ঘটনার পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা? তা অবশ্য এখনো স্পষ্ট করে জানা যায়নি। এই ঘটনায় আতংকিত পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই বোমাবাজি কাণ্ডে রবিবার রাত থেকে অভয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *