শহরাঞ্চলের সবুজের স্বাস্থ্য ধরে রাখতে ট্রি ক্লিনিক ভ্যান!!

অনলাইন প্রতিনিধি:-শহরের গাছের স্বাস্থ্য ভাল রাখতে এবং তার ওপর নিয়ম করে নজরদারি চালাতে এবার ট্রি ক্লিনিক ভ্যান নিয়ে এল পুণে পুর নিগম। গোটা পুর এলাকার বাসিন্দাদের মধ্যে পরিবেশ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতে এমন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পুর আধিকারিক। অতিরিক্ত পুর কমিশনার পৃথিবী বিপি এবং অন্যান্য পুর আধিকারিকদের উপস্থিতিতে এই নতুন পরিষেবার সূচনা করেন পুণের পুর কমিশনার নভল কিশোর রাম। কীভাবে এই নতুন ভ্যানটি কাজ করবে তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন গাছ কর্তৃপক্ষ দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। পুর নিগমের উদ্যান সপুারিনট্যানড্যান্ট অশোক ঘোরপাড়ে বলেন, ‘গাছের গায়ে কোনও পেরেক লেগে থাকলে বা তার জড়ানো থাকলে তা সরিয়ে ফেলা এবং গাছের যে অংশ নষ্ট হয়েছে তা পরিস্কার করবে এই ভ্যান। এক্ষেত্রে উদ্ভিদবিদ এবং গাছ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পাশাপাশি বৃক্ষ রোপণ এবং গাছের রক্ষণাবেক্ষণের জন্য সাধারণ মানুষকে উৎসাহিত করারও পদক্ষেপ নেওয়া হয়েছে।’ ‘প্ল্যান্ট ট্রিস, সেভট্রিজ’ নামে যে প্রকল্প নেওয়া হয়েছে পুণে পুর নিগমের তরফে তারই অঙ্গ হিসেবে এবার এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে।
শহরাঞ্চলে সবুজের আবরণ আরও বাড়িয়ে তোলার জন্য এমন একটি প্রচারাভিয়ানকে আগামীদিনে আরও বাড়ানো হবে বলে জানানো হয়েছে। কোথাও কোনও গাছের কোনও ক্ষতি হলে তা পুর নিগমের তরফে দেওয়া নির্দিষ্ট নম্বরে অভিযোগ জানানোর জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে। গাছ সংরক্ষণের প্রতি আরও সচেতন করার লক্ষ্য নিয়ে একটি আইইসি (ইনফর্মেশন, এডুকেশন, কমিউনিকেশন) ভ্যান নিয়ে আসা রয়েছে।