দেশি-বিদেশিদের উপচে পড়া ভিড়,আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে জম্পুই!!
শনিবারের অব্যাহত রইল দেশজুড়ে উড়ান বাতিল!!
অনলাইন প্রতিনিধি :- দেশজুড়ে ৩৬৯টির বেশি উড়ান বাতিল, ভোগান্তি যাত্রীদের। দিল্লি বিমানবন্দর থেকে শনিবার বাতিল হয় শতাধিক উড়ান। মুম্বই বিমানবন্দরে বাতিল ইন্ডিগোর ১০৯টি উড়ান। চেন্নাই বিমানবন্দরে বাতিল ইন্ডিগোর ৪৮টি উড়ান।