August 2, 2025

শচীন লাল সিং-এর প্রয়াণ দিবসে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি!!

 শচীন লাল সিং-এর প্রয়াণ দিবসে কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি!!

অনলাইন প্রতিনিধি :-২০০০ সালের ৯ই ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং।
তিনি ছিলেন কংগ্রেসের একজন প্রথম সারির সৈনিক। ১লা জুলাই ১৯৬৩ থেকে ১লা নভেম্বর ১৯৭১ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৭৭ সালে, তিনি নবগঠিত কংগ্রেস ফর ডেমোক্রেসি দলে যোগ দেন। তিনি কংগ্রেস ফর ডেমোক্রেসির সদস্য হিসাবে পশ্চিম ত্রিপুরা কেন্দ্র থেকে ষষ্ঠ লোকসভায় নির্বাচিত হন। ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিং ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাকে স্নেহের সাথে “শচীনদা” বলা হত এবং তার সরলতা এবং বন্ধুত্বপূর্ণ প্রকৃতির জন্য অত্যন্ত প্রশংসিত ছিলেন তিনি।
আজ ওনার ২৪ তম মৃত্যুবার্ষিকী। আজকের দিনটি প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালন করা হয়। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *