August 2, 2025

লোকসভায় পাশ হয়ে গেল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল!!

 লোকসভায় পাশ হয়ে গেল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বুধবার লোকসভায় পাস হয়ে গেল ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। বিলের পক্ষে ভোট পড়েছে ৪৫৪ টি, বিপক্ষে মাত্র ২ টি। কোন দুইজন সাংসদ বিলের বিরুদ্ধে ভোট দিলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মহিলা সংরক্ষণ বিল নিয়ে দিনভর উত্তপ্ত বাদানুবাদের পর পাশ হল নারীশক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল। মঙ্গলবারই লোকসভায় এই বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন সিং মেঘওয়াল।

এই বিলে লোকসভা এবং বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে।এদিন সকাল ১১টা থেকে লোকসভায় আজ বিলটির বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনা চলতে চলতে সংসদের কার্যক্রমের নির্ধারিত সময় ফুরিয়ে গিয়েছিল। তবে, ঠিক হয় ভোটাভুটি না হওয়া পর্যন্ত অধিবেশন চলবে। শেষে ভোটাভুটিতে পাশ হয়ে যায় বিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *