August 3, 2025

লেবু ছড়ায় মা-মেয়ের মৃত্যু!!

 লেবু ছড়ায় মা-মেয়ের মৃত্যু!!

লেফুঙ্গা থানাধীন লেবুছড়া এলাকায় নিজ বাড়িতে মা – মেয়ে ম্যাগির সাথে কিছু খায়। প্রতিবেশীরা জানান, শনিবার নিজ বাড়িতে মা রুপালি দেববর্মা এবং মেয়ে ইয়াপরি দেববর্মা গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মৃত মহিলার স্বামীর চিৎকার শুনে তারা ছুটে আসে। দেখতে পায় ম্যগির বাটি এবং তার সাথে পোড়াডনের একটি বোতল। মা মেয়ের মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। এই দেখে জিবি হাসপাতালে দুজনকে নিয়ে যাওয়া হয়। কিন্তু রাস্তায় দুজনেরই মৃত্যু হয়।

হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মা-মেয়েকে মৃত বলে ঘোষণা করে। ময়না তদন্তের পর রবিবার দিন পরিবারের লোকজনদের হাতে দেহ দুটি তুলে দেওয়া হয়। মৃতদেহগুলি পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের লোকজনরা। তবে কি কারনে মা ও মেয়ে এই পথ বেছে নিল এ বিষয়ে কেউ স্পষ্ট করে কিছু বলতে পারছেনা। প্রতিবেশীদের বক্তব্য সংসারে কোনও অভাব নেই। রাবার বাগান এবং দোতলা বাড়ি রয়েছে। তারপরও কেন মা মেয়ের এই পদক্ষেপ ধোঁয়াশাই রয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *