লিফটে আটক হরিয়ানার ক্রীড়ামন্ত্রী গৌরব গৌতম!!
             
      অনলাইন প্রতিনিধি :-লিফটে আটকে পড়লেন
হরিয়ানার ক্রীড়ামন্ত্রী গৌরব গৌতম। চণ্ডীগড়ের সচিবালয় ভবনের ঘটনাটি ঘটেছে।চণ্ডীগড়ের সচিবালয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেল ৫টা নাগাদ এই ঘটনাটি ঘটে। আরও আট ব্যক্তির সঙ্গে লিফটের ভিতরে দাঁড়িয়ে রয়েছিলেন ক্রীড়ামন্ত্রী গৌরব গৌতম। এভাবে কয়েক মিনিট আটকে থাকার পরেই লিফটটি ফের সক্রিয় হয় এবং গন্তব্যে পৌঁছে দেয়।ঠিক কি কারণে লিফটটি আটকে গিয়েছিল তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির জেরেই এই সমস্যা হয়।