লালকেল্লায় বোমা!

অনলাইন প্রতিনিধি :- স্বাধীনতা দিবসের আগে লালকেল্লায় বোমা। খোদ প্রধানমন্ত্রী যেখান থেকে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেই চত্বরেই মিলল বোমা! চাঞ্চল্যকর এই ঘটনার কথা সামনে আসতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে ৭ পুলিশকর্মীকে। স্বাধীনতা দিবস উপলক্ষে ভিভিআইপি চত্বর লালকেল্লার নিরাপত্তা খতিয়ে দেখতে মক ড্রিলের আয়োজন করেছিল নিরাপত্তা বিভাগ। তারই অংশ হিসেবে সাদা পোশাকে জঙ্গিদের প্রবেশ করানোর কথা ছিল লালকেল্লায়। লালকেল্লায় নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের চোখে ধূলো দিয়েই সেখানে প্রবেশ করে যায় নকল ‘জঙ্গি’দের দল। শুধু তাই নয়, দ্বিস্তরীয় মেটাল ডিটেক্টরকে টপকে বোমা-সহ ঢুকে পড়ে জঙ্গির বেশে থাকা সাদা পোশাকের নিরাপত্তা আধিকারিকরা। অপরদিকে মকড্রিলের মহড়ার জন্য লালকেল্লার মধ্যে যে নকল বোমা রাখা হয়েছিল তারও কোনো হদিঁশ পায়নি সেখানে থাকা নিরাপত্তাবাহিনীরা।