লাদাখে কারফিউ, চার বেসামরিক নিহত!!

অনলাইন প্রতিনিধি :- লাদাখের রাজধানী লেহ শহরে গতকালের হিংসাত্মক বিক্ষোভে অন্তত চার বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এদিকে লেহ ও কারগিল উভয় জেলাতেই কারফিউ বিধিনিষেধ জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বৃহস্পতিবার ও শুক্রবার লাদাখের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবে বলে জানালেও, নিহতদের পরিবার ও বিক্ষুব্ধ জনতার মধ্যে প্রবল ক্ষোভ কাজ করছে। জানা গেছে, নিহত চারজনই লেহ জেলার বাসিন্দা।১০ সেপ্টেম্বর থেকে জলবায়ু কর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের নেতৃত্বে একটি অনশন কর্মসূচি চলছিল লেহ-তে। লাদাখকে বিশেষ সাংবিধানিক সুরক্ষা দেওয়ার দাবিতে ওই উপবাস চলছিল। গত ২৪ সেপ্টেম্বর বিকেলে লাদাখ অটোনোমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল কার্যালয়ের সামনে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ বাঁধে। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সরকারি দপ্তর, বিজেপি কার্যালয় ও একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।