August 3, 2025

লক্ষ্য ২০২৩!!!

 লক্ষ্য ২০২৩!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।।আগামী বিধানসভা নির্বাচন কে সামনে রেখে ভোটের রণকৌশল তৈরি করতে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বি এল সন্তোষের পৌরহিত্যে, শনিবার আগরতলা হাঁপানিয়াস্হিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত হয় ত্রিপুরা প্রদেশ বিজেপির চিন্তন বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য প্রভারি ডাঃ মহেশ শর্মা, দলের উত্তর পূর্ব রাজ্য গুলোর কো-অর্ডিনেটর সম্বিত পাত্রা, মুখ্যমন্ত্রী,প্রাক্তন মুখ্যমন্ত্রী,বিজেপি প্রদেশ সভাপতি থেকে শুরু করে দলপর সমস্ত শীর্ষ পদাধিকারী ও নেতৃত্বরা। এই বৈঠক থেকেই ২০২৩ বিধানসভা নির্বাচনে পুনরায় ক্ষমতায় প্রত্যাবর্তনের রণকৌশল তৈরি করবে বিজেপি।

কেননা, গোটা দেশে ত্রিপুরা একমাত্র কমিউনিস্ট শাসিত রাজ্য ছিলো, যেখানে ২৫ বছর ধরে ক্ষমতায় থাকা বাম সরকারকে পরাজিত করে প্রথমবারের মতে ক্ষমতা দখল করেছে বিজেপি। তাই এত সহজে ত্রিপুরা হাত ছাড়া হতে দেবে না বিজেপি। পুনরায় ক্ষমতা দখলে বিজেপি যে পূর্ণ শক্তি নিয়োগ করবে,তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *