দিল্লির রাস্তা থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!!
রুপোর পাশাপাশি ৯ ক্যারেটের সোনাতেও এবার বসবে হলমার্ক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতীয় স্ট্যান্ডার্ডস ব্যুরো বা ‘বিস’-এর ঘোষণা আগামী ১ সেপ্টেম্বর থেকে রুপোর গহনায় হার্ডমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সিদ্ধান্তে একদিকে যেমন রুপোর স্বচ্ছতা এবং মান বজায় থাকবে তেমনই সোনার হার্ডমার্কিংয়ের মতোই খরচও বাড়বে। এতদিন ধরে সোনার গহনায় স্বচ্ছতা ও মান বজায় রাখার জন্য হলমার্ক বাধ্যতামূলক ছিল। এবার ‘বিস’-এর ঘোষণার ফলে রুপোতেও স্বচ্ছতা আসবে বলে দাবি রুপো ব্যবসায়ীদের। তারা স্বীকার করে নিয়েছেন, রুপোতে হলমার্ক না থাকার কারণেই তার স্বচ্ছতা এবং মান নিয়ে একাধিক সময়ে প্রশ্ন উঠেছে ক্রেতাদের মধ্যে। কিন্তু ‘বিস’-এর নয়া নিয়ম কার্যকর হলে রুপোর গহনার দামে মজুরি সামান্য বাড়লেও তার মান নিয়ে আর কোন ও সংশয় থাকবে না।
তাদের স্পষ্ট বক্তব্য, কেন্দ্রের এটি একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ, যা গ্রাহকদের আস্থা বৃদ্ধি করবে এবং বাজারে মান ও স্বচ্ছতা নিশ্চিত করবে। এর পাশাপাশি কেন্দ্র সরকার সম্প্রতি ৯ ক্যারেট সোনার গহনার জন্য হলমার্কিং বিজ্ঞপ্তিও জারি করেছে, যা গহনা শিল্পীদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ২৪ ক্যারেট, ২৩ ক্যারেট, ২২ ক্যারেট, ২০ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ১৪ ক্যারেট সোনার জন্য হলমার্কিং নিয়ম চালু করেছিল। এবার ৯ ক্যারেট হলমার্কিং স্ট্যান্ডার্ড হালকা ওজনের সোনার গহনার চাহিদা পুনরুজ্জীবিত করবে বলে আশা স্বর্ণশিল্পীদের।বিশেষ করে যেহেতু সোনার দাম এতটাই বেড়েছে যে, অনেক গ্রাহককে সোনা কেনা থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে। বর্তমানে ৯ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ৩৭,০০০ টাকার আশেপাশে। যেখানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৯৭,৮২৮ টাকা। এর পর ৩% জিএসটি যুক্ত হলে, ৯ ক্যারেট সোনার খুচরা মূল্য প্রতি ১০ গ্রামে প্রায় ৩৮,১১০ টাকা।
৯ ক্যারেট সোনার জন্য হলমার্কিং চালু হল উৎসব এবং বিবাহের মরশুমের ঠিক আগে যা সোনা বিক্রির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন স্বর্ণশিল্পীরা। আগষ্ট মাসে রাখি বন্ধন থেকে দীপাবলি এবং নভেম্বরে শুরু হওয়া শীতকালীন বিবাহের মরশুমে সোনার চাহিদা সাধারণত বৃদ্ধি পায়। কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্রেতাদের জন্য এবার বিরাট স্বস্তির খবর বলে মনে করা হচ্ছে।কেন্দ্র সরকার ৯ ক্যারাট সোনাতে হলমার্ক আগেই মঞ্জুর করেছিল। অপেক্ষা ছিল প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার। যা দিতে পারে ব্যুরো অফ দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ ‘বিস’কে। এবার তাদের তরফ থেকেও সেই নির্দেশ দেওয়া হল। ফলে হলমার্কযুক্ত ৯ ক্যারাট সোনা বাজারে বিক্রির জন্য আসতে পারে চলতি মাসেই।
‘বিস’-এর পক্ষ থেকে বলা হয়েছে ৯ ক্যারাট সোনাতে দামের দিক থেকে অনেকটা কম থাকবে। সেখানে ২২ বা ২৪ ক্যারাট সোনার সঙ্গে তাল রেখে এই সোনাকে অতি দ্রুত বাজারে বিক্রির জন্য ছাড়া হবে। ভারতের সোনার দাম লাফিয়ে বাড়ছে। বর্তমানে ১০ গ্রাম সোনার দাম ৯৯ হাজার পার করেছে। এমসিএক্সের দিক থেকে আবার দেখতে হলে সেটা ১লাখ ৪৮৪ টাকাতে গিয়ে ঠেকেছে।