August 2, 2025

রুদ্রসাগরের বুকে ঝড় তুললো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

 রুদ্রসাগরের বুকে ঝড় তুললো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, মেলাঘর।। সারা জাগিয়ে সোমবার রুদ্রসাগরের বুকে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। এদিনের নৌকাবাইচ প্রতিযোগিতায় দর্শকের উপস্থিতি আবারও প্রমাণ করে দিল, মানুষের মনন থেকে হারিয়ে যায়নি নৌকাবাইচ এর পরম্পরা ও আনন্দ উচ্ছ্বাস। গত তিন দিন ধরে চলতে থাকা নীরমহল জল উৎসবে আয়োজকদের ব্যর্থতা,চূড়ান্ত অব্যবস্থা এদিন এক রহমায় যেন উধাও হয়ে গেছে।

নীরমহল জল উৎসবে নৌকাবাইচ প্রতিযোগিতায় মোট নয়টি বিভাগে প্রায় ৪০টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মহিলা এবং পুরুষদের এই নৌকাবাইচ উপভোগ করতে রুদ্রসাগরের পারে আজ জড়ো হয়েছিল আবাল বৃদ্ধ বনিতা। দুই বছর পরে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় মানুষের উচ্ছ্বাস প্রমাণ করল রুদ্রসাগরের বুকে নৌকাবাইচ প্রতিযোগিতার ঐতিহ্য এখনো ম্লান হয়নি। আর এতে তিন দিনের ব্যর্থতার শেষ লগ্নে তৃপ্তির হাসি হাসলেন আয়োজক কমিটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *