ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে পর্যটকদের বাস উল্টে নিখোঁজ ১০!!

অনলাইন প্রতিনিধি :- বদ্রীনাথ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বৃহস্পতিবার সকালে অলকানন্দা নদীতে উল্টে গেল পর্যটক বোঝাই একটি বাস । এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে খবর। নিখোঁজ অন্তত ১০ যাত্রী। ঘটনাস্থলে চলছে তল্লাশি ও উদ্ধারকাজ।
উত্তরাখণ্ড পুলিশের আইজি রুদ্রপ্রয়াগের ঘোলতির কাছে একটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি। বাসে ছিলেন ১৮ জন যাত্রী।