রাসায়নিক ভর্তি ট্যাঙ্কারে জীবন্ত দগ্ধ, মৃত্যুমিছিল!!

অনলাইন প্রতিনিধি :- ভয়াবহ বিস্ফোরণ ঘটল তেলঙ্গানায় ।রাসায়নিক ট্যাঙ্কার ফেটে মৃত্যু মিছিল নিজামের শহরে। সোমবার হায়দরাবাদে সিগাচি কেমিক্যালস কারখানায় একটি রাসায়নিক ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। কমপক্ষে ১০ জন মারা গেছে। কীভাবে বিস্ফোরণ ঘটল , তা জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, সিগাচি ইন্ডাস্ট্রিজ বলে একটি সংস্থা সম্প্রতিই হায়দরাবাদে একটি নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্র খোলে। আর সেখানেই এই দুর্ঘটনা।