August 5, 2025

রাষ্ট্রসংঘে যোগাভ্যাস হবে মোদির নেতৃত্বে।

 রাষ্ট্রসংঘে যোগাভ্যাস হবে মোদির নেতৃত্বে।

আন্তর্জাতিক যোগ দিবস স্মরণে ২১ জুন রাষ্ট্রসংঘের সদরদপ্তর পরিসরে যে অনুষ্ঠান হতে চলেছে তাতে নেতৃত্ব দিতে চলেছেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রসংঘের কর্মীরা ও সদস্য রাষ্ট্র এই অনুষ্ঠান দেখার জন্য উন্মুখ। এটি হবে নবম আন্তর্জাতিক যোগাদ্যাবসা।সাধারণসভার ৭৭তম সেশন প্রেসিডেন্ট সাবা কোরোসি বলেন,তিনি গভীর আগ্রহের সাথে অপেক্ষায় রয়েছেন মেদির নেতৃত্বে যোগানুশীলনের জন্য। বিশ্বকে ভারতের দান যোগশাস্ত্র। শুধু শরীর সুস্থ রাখাই নয়,মানুষের অভ্যন্তরীণ জীবনমানের উন্নয়ন ঘটায় যোগাভ্যাস।রাষ্ট্রসংঘের উপমহাসচিব আমিনা মোহাম্মেদ বলেন, সদর দপ্তরের নর্থ লনে হবে মোদির নেতৃত্বে যোগানুশীলন। মোদির সাথে তার করমর্দনের ছবিও তিনি টুইট করেন। রাষ্ট্রসংঘের পরিচালন ও নীতি ইত্যাদির বিভাগ বলেছে, রাষ্ট্রসংঘের কাছে এটি ঐতিহাসিক দিবস। কারণ ৯ বছর আগে সাধারণসভায় ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া প্রস্তাবানুযায়ী রাষ্ট্রসংঘ ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে ঘোষণা দেয়।ওই থেকে প্রতিবছরে সদর দপ্তর ২১ জুন যোগানুষ্ঠান করে আসছে। এবারই প্রথম ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন।ওই অনুষ্ঠানে নেতৃত্ব দিতে।২০১৫ সালের ২১ জুনকে প্রথম আন্তর্জাতিক যোগদিবস ঘোষণা দেয় রাষ্ট্রসংঘ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *