রাশিয়ার নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল!!

অনলাইন প্রতিনিধি :- রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশ থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না আস্ত একটি বিমানের। অবশেষে ওই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেল ওই প্রদেশেই। বিমানটির খোঁজ করতে তল্লাশি অভিযানে নামানো হয়েছিল। অবশেষে একটি হেলিকপ্টার থেকে বিমানটির পোড়া ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। পরে রাশিয়ার জরুরি বিভাগের আধিকারিকেরাও এই খবরের সত্যতা স্বীকার করেছেন। কীভাবে বিমানটি ভেঙে পড়ল কিংবা বিমানে থাকা যাত্রীরা আর বেচেঁ রয়েছেনও কি না? তা এখনও স্পষ্ট নয়। তবে আশঙ্কা! বিমানের কোনও আরোহীই আর বেঁচে নেই।