August 3, 2025

রামের ছবি এবার গোলাপের পাপড়িতে!!

 রামের ছবি এবার গোলাপের পাপড়িতে!!

অনলাইন প্রতিনিধি :-হাতে যে আর মাত্র কয়েকটা দিন।রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে নানা উপকরণ ও সামগ্রী।একদিকে যেমন
১০৮ ফুট লম্বা ধূপকাঠি আসছে,তেমনই আবার রাম মন্দির উদ্বোধনের দিন আনা হবে বিশেষ গোলাপীরঙের গোলাপ,যার প্রতিটি পাপড়িতে থাকবে শ্রী রামের ছবি।এই বিশেষ ফুল তৈরির জন্য গুজরাত থেকে অশোক বনসলী নামের এক ফ্লোরিস্টকে আনা হচ্ছে।অশোক জানিয়েছেন,তিনি এক বিশেষ প্রযুক্তি তৈরি করেছেন, যেখানে ফুলের পাপড়িতে ছবি ছাপানো সম্ভব।চার বছর সময় লেগেছে এই প্রযুক্তি তৈরি করতে।একগুচ্ছ গোলাপ ফুল তুলেও ভিডিও কনফারেন্সে ‘দৈনিক সংবাদ’ কে দেখান ওই ফ্লোরিস্ট।যেখানে প্রধানমন্ত্রী মোদি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রামলালার নাম লেখা থাকছে।প্রধানমন্ত্রী মোদির ‘মেক ইন ইন্ডিয়া’-র যে ডাক দিয়েছিলেন,তা থেকেই অনুপ্রাণিত হয়ে এই আধুনিক প্রিন্টিং টেকনোলজি তৈরি করেছেন।রাম মন্দির সাজানোর জন্য ব্যবহৃত ফুল ও গাছের পাতায় রামলালার নাম লেখা থাকছে।রাম মন্দির উদ্বোধনের দিন ৩ থেকে ৪ হাজার ফুলে এই ছবিগুলি ছাপানো থাকবে।এর আগে, ২০২০ সালে রাম মন্দিরের ভূমি পুজার দিনও তিনি এইরকমের ৫০০ ফুল তৈরি করেছিলেন।কোনও ফুলকে প্লাস্টিকের বা কৃত্রিম ফুল ভাবলে ভুল করবেন।একেবারে টাটকা তাজা ফুলের ওপর ‘হিট প্রিন্টিঙ’এ চার রঙের নকশায়, ছবিতে ফুটে উঠবে রামলালা থেকে মোদি, যোগীর নাম, অবয়ব।রামের যে অবয়ব গোলাপের পাপড়িতে থাকছে সেখানে যেমন রামকে দেখা যাবে ছোট্ট শিশুর রূপে ঠিক তেমনই মাথায় পাগড়ি দেওয়া রাজা রামকে দেখা যাবে। ঠিক তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাগড়ি পরিহিত।দুহাত জোড় করে মোদি এবং যোগীকে দেখা যাবে গোলাপের পাপড়িতে। পরীক্ষামূলক ভাবে গোলাপের ওপর হিট প্রিন্টিঙের কাজ সফল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *