August 2, 2025

রাজ্য সফরে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বৈঠক!!

 রাজ্য সফরে বিজেপির শীর্ষ নেতৃত্ব, বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচি নিয়ে বুধবার রাজ্যে এলেন বিজেপির সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। বুধবার বিকেলে তার সাথে রাজ্য সফরে আসলেন দলের সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্ৰা, সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিন্হা এবং আসাম ও ত্রিপুরার সাংগঠনিক মহামন্ত্রী রবীন্দ্র রাজু, বিজেপি রাজ্য প্রভারি ডা. মহেশ শর্মা। এদিন বিজেপির কেন্দ্রীয় নেতাগণ মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবনে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যদের নিয়ে ম্যারাথন বৈঠক করেছেন।যতদূর জানা গেছে, সংগঠনের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয় নিয়ে শ্রী সন্তোষের পৌরোহিত্যে বিস্তৃত পরিসরে আলোচনা হয়েছে। বিকেল সাড়ে চারটা নাগাদ রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়ে তা রাত আটটা পর্যন্ত চলে। আসন্ন লোকসভা নির্বাচনের লক্ষ্যেও এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে শলাপরামর্শ হয়েছে।এদিন এমবিবি বিমানবন্দরে শ্রী সন্তোষসহ শাসক দলের কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পাপিয়া দত্ত,অমিত রক্ষিত সহ বিজেপি দলের অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *