রাজ্য বিদ্যুৎ নিগমের নজিরবিহীন কাণ্ড! মন্ত্রীকে ঘুমে রেখে তথ্য ব্যবসায়ীকে দিলো বড় মাপের উপহার,গুঞ্জন!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রীরা কথায় কথায় রাজ্যে সুশাসনের ঢেকুর তুলেন। আর এই সুশাসনেই দপ্তরের মন্ত্রীকে ঘুমে রেখে রাজ্য বিদ্যুৎ নিগমের আধিকারিকরা রাজধানীর লিচুবাগানস্থিত একটি বাণিজ্য প্রতিষ্ঠানকে বিরাট মাপের উপহার দিল। বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে সম্পূর্ণ বেআইনিভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্ণধার নিজের স্বার্থ চরিতার্থ করতে কায়দা করে সম্প্রতি বিদ্যুৎ নিগমের এমডিকে উনার প্রতিষ্ঠানে নিয়ে যায়। প্রতিষ্ঠানে আমন্ত্রণ করে নিয়ে গিয়ে নিগমের এমডিকে নানাভাবে প্রভাবিত করেন বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রতিষ্ঠানে বিনামূল্যে ট্রান্সফরমার বসিয়ে দেওয়ার জন্য রাজি করায় এবং তথ্য সরবরাহ করার কথা বলে নিগমকে প্রভাবিত করে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।দপ্তরের মন্ত্রীকে সম্পূর্ণ ঘুমে রেখে,দপ্তরের মন্ত্রীর অনুমোদন ছাড়া ব্যক্তিগত স্বার্থে ব্যবসা করার জন্য বিদ্যুৎ নিগম কী কাউকে বিনামূল্যে ট্রান্সফরমার বসিয়ে দিতে পারে? এমনই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। জানা গেছে, ওই উচ্চ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারের মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা। একেবারে জরুরিভিত্তিতে রবিবার ওই ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে গোটা রাজ্যজুড়ে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে তোলপাড় চলছে। বিরোধী রাজনৈতিক দলগুলো বিশেষ করে সিপিএম ময়দান গরম করে যাচ্ছে। রাজ্য সরকার ও বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল এবং সভা করে চলেছে। আর ঠিক তখনই কীভাবে বিদ্যুৎ নিগম এক কট্টর বামপন্থী তথ্য ব্যবসায়ীকে বিনামূল্যে ট্রান্সফরমার উপহার দিয়েছে আরও জমিয়ে ব্যবসা করার জন্য? জনমনে এই প্রশ্ন উঠেছে। দপ্তরের মন্ত্রীকে ঘুমে রেখে কীভাবে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সুবিধা প্রদান করা হয়েছে? তা নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠেছে। উল্লেখ্য, বাম আমলে তৎকালীন মুখ্যমন্ত্রীর মদতে একপ্রকার বিনামূল্যে জমি প্রদান করা হয়েছিল। এই নজিরবিহীন ঘটনায় বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে।