August 2, 2025

রাজ্যে হেনস্তার শিকার বিদেশি যুবতী ! ধন্দে পড়েছে পুলিশ

 রাজ্যে হেনস্তার শিকার বিদেশি যুবতী ! ধন্দে পড়েছে পুলিশ

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || রাজ্যে এসে তিক্ত অভিজ্ঞতা ও চরম হেনস্তার শিকার হলেন এক বিদেশিনী।অভিযোগের তির এক অটো চালকের বিরুদ্ধে।শুধু তাই নয়, একই সাথে পুলিশও ধন্দে পড়েছে ওই বিদেশি যুবতীকে নিয়ে। উগান্ডার ওই যুবতীর নাম বাব্রা নাবাওয়েসি।ঘটনায় বিবরণে প্রকাশ, বৃহস্পতিবার রাতে রাতে আগরতলা রেলস্টেশন থেকে উগান্ডার ওই
যুবতীকে নিয়ে এক অটোচালক বিশালগড় জেল রোডে যায়।সেখানে রাস্তায় ওই যুবতীকে নামিয়ে দিয়ে ওই অটোচালক তার ব্যাগ,মোবাইল,পাসপোর্ট, টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।পরে ওই যুবতী ঘটনাস্থল থেকে যে করেই হোক জাতীয় সড়কে আসে।সেখানে রাত দুটোর সময় অন্য এক অটোচালক ওই যুবতীকে দেখে তাকে বিশালগড় থানায় পৌঁছে দেয়।ভাষাগত সমস্যার কারণে তার সাথে বিস্তারিত কথা বলতে পারেনি পুলিশ কর্মীরা।পরদিন সকালে পুলিশ আধিকারিকরা কথা বললেও যুবতীর কথা বার্তায় দ্বন্দ্বে পড়েছে পুলিশ।ওই যুবতী ভাঙা ভাঙা ইংরেজি বললেও স্পষ্ট করে কিছু বলতে পারছে না। কেন সে আগরতলায় এসেছে ?কেনই বা বিশালগড় এলো?কোথায় যে যাবে?এইসব কিছুই স্পষ্টভাবে বলতে পারছে না। ফলে তৈরি হয়েছে রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *