রাজ্যের স্বার্থ নিয়ে নীতিনের কাছে সাংসদ,দিল্লীতে অমিত-বিপ্লবের একান্ত বৈঠক, রাজ্য রাজনীতিতে গুঞ্জন!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার দিল্লীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে সাক্ষাৎ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। দিল্লীতে অমিত-বিপ্লবের এই একান্ত সাক্ষাৎ এবং বৈঠক ঘিরে ইতিমধ্যে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা ও গুঞ্জন শুরু হয়েছে। শুধু তাই নয়, এই সময়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বিপ্লব কুমার দেবের একান্ত বৈঠকের বিষয়টিকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্য রাজনৈতিক মহল। কেননা, বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে নানা জল্পনা-কল্পনা চলছে। শুধু তাই নয়, সভাপতি নির্বাচনের বিষয়টি একপ্রকার রহস্যজনকভাবে ঝুলিয়ে রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের এই রহস্য নীরবতায় প্রায় প্রতিদিনই রাজ্য রাজনীতিতে নানা সম্ভাবনা, নানা জল্পনা বুদবুদের মতো ভেসে উঠছে, আবার
মিলিয়েও যাচ্ছে। ফলে রাজ্য বিজেপির সাংগঠনিক ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে বুধবার দিল্লীতে অমিত-বিপ্লব একান্ত বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা উসকে দিয়েছে। জানা গেছে, দুইজনের মধ্যে রাজ্য রাজনীতি এবং রাজ্য বিজেপির হাল হকিকত সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। সাংসদ শ্রীদেবের কাছ থেকে বিস্তারিত জেনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানা বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।
এদিকে, আজ দিল্লীতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে সাক্ষাৎ করে রাজ্যে চলমান বিভিন্ন সড়কের কাজের অগ্রগতি, গুণমান ও পরবর্তী কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
শ্রীদেবের অফিস সূত্রে জানা গেছে, যে বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে এদিন আলোচনা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো, ত্রিপুরায় অধিক বৃষ্টির বিষয়টিকে সামনে রেখে আগামীদিনে ত্রিপুরায় আরসিসি সড়ক নির্মাণে গুরুত্ব দেওয়া হবে। বৃষ্টির জল জমাট বেঁধে যাওয়া বা সড়কের উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে ব্লেক টপ প্রায়শই অল্প সময়ে নষ্ট হয়ে যায়। তাতে খুব কম সময়ে সড়ক মেরামতি করতে হয়। কিন্তু আরসিসি সড়ক নির্মিত হলে, তা দীর্ঘ মেয়াদি হবে। আগামীদিনে এই অঞ্চলে টেকসই আরসিসি সড়ক নির্মাণের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
পাশাপাশি, রাজ্যে নির্মিত একাধিক সড়ক নিয়ে প্রায়শই কাজের গুণগত মান নিয়ে আলোচনা সমালোচনা সামনে আসে। এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক টিম ত্রিপুরায় পাঠানোর বিষয়েও কথা হয়েছে। যার মূল উদ্দেশ্য, বিভিন্ন সড়কের কাজের গুণমান সম্পর্কিত অভিযোগগুলির বাস্তবিক সত্যতা যাচাই করে কোনো নির্মাণ সংস্থা, ব্যক্তি বা কোনো আধিকারিকের বিরুদ্ধে গাফিলতির বা অনৈতিক কাজের সত্যতা পাওয়া গেলে সে ক্ষেত্রে কঠোর ব্যবস্থা – গ্রহণ করা। প্রাথমিকভাবে সেই কাজগুলির কোয়ালিটি যাচাইয়ের জন্যই উচ্চ পর্যায়ের আধিকারিকদের এই পর্যবেক্ষক টিমটি পাঠানো হবে।
অতি সম্প্রতি শান্তিরবাজার, এনএইচ-৮ এর পার্শ্ববর্তী দীর্ঘস্থায়ী ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এই বিষয়টিকে খুব অল্প সময়ের মধ্যেই অ্যানুয়াল প্ল্যানে অন্তর্ভুক্তি করা হবে। গোমতী ও মুহুরী নদীর উপরে আরসিসি ব্রিজ নির্মাণ কাজ এবং আগরতলা-সাক্রম অ্যাপ্রোচ রোড-ব্রিজের কাজ চলতি বছরের নভেম্বরের মধ্যেই সম্পন্ন করা হবে। এছাড়াও রাজ্যে চলমান ১১টি সড়ক/নির্মাণ কাজের বর্তমান অবস্থা এবং গুণগতমান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, উপরিউক্ত বিষয়গুলি নিয়ে সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়িকে চিঠি দিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। সেই দাবিগুলো নিয়েই আজ দিল্লীতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সাথে বিস্তারিত আলোচনা করেন।