August 29, 2025

রাজ্যের সার্বিক উন্নয়নে কৃষির ভূমিকা অনস্বীকার্য: মুখ্যমন্ত্রী!!

 রাজ্যের সার্বিক উন্নয়নে কৃষির ভূমিকা অনস্বীকার্য: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলার বেসরকারী হোটেলে বৃহস্পতিবার একটি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার বিষয়ক জাতীয় কর্মশালায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, লাখপতি দিদির ক্ষেত্রে ৯৫% লক্ষ্যমাত্রা অর্জন করেছে ত্রিপুরা। পাশাপাশি রাজ্যের গ্রামীণ জীবিকা বৃদ্ধির লক্ষ্যে ৩২ কোটি টাকা বিনিয়োগ করে ৮০টি আইএফসি-ও (ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার) চালু করেছে সরকার। আরও বললেন, রাজ্যের জন্য এ ধরনের জাতীয় কার্যক্রমের আয়োজন অত্যন্ত গর্বের বিষয়।প্রকৃত অর্থে রাজ্যের সার্বিক উন্নয়নে কৃষি যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়,তাও এ দিন বললেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, কৃষি ক্ষেত্র হচ্ছে আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড এবং গ্রামীণ পরিবারগুলির জীবন রেখা। তিনি বলেন, জীবন জীবিকা শক্তিশালী করার লক্ষ্যে বিশেষ করে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য দীনদয়াল দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশনে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (আইএফসি) কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, কৃষি ক্লাস্টারের মূল উদ্দেশ্য হচ্ছে সুসংহত ও সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ পরিবারগুলির জীবিকা ও তাদের আয় আরও বেশি করে বৃদ্ধি করা।মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে এখন ৫৪,১১৩টি স্ব-সহায়ক গ্রুপ, ২,৪৭০টি গ্রাম সংস্থা এবং ১৭৩টি ক্লাস্টার-স্তরের ফেডারেশন রয়েছে। এগুলিতে প্রায় ৪.৮৫ লক্ষ মহিলা সদস্যও রয়েছেন।
কর্মশালায় বক্তব্যে রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, জীবন জীবিকা শক্তিশালী করার জন্য ২,৬২৮টি প্রডিউসার গ্রুপ এবং ১১৮টি নন-ফার্ম কালেক্টিভ উন্নত করা হয়েছে। এতে ৭৮৭ কোটি টাকা রিভলভিং ফান্ড এবং কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড সহায়তা সহ ১,৬৭৭ কোটি টাকা ব্যাঙ্ক লোনেরও ব্যবস্থা করা হয়েছে। এই মিশনে বেশ ভালো গতি নিয়েই এগিয়ে চলেছে ত্রিপুরা। ইতিমধ্যেই ১,০৮,২৮১ জন মহিলা, যারা লাখপতি দিদি হয়েছেন ত্রিপুরায়। আরও বললেন, এটি সম্ভব হয়েছে শুধুমাত্র মহিলাদের দৃঢ়তা, সরকারী সহায়তার কারণে। মুখ্যমন্ত্রী বলেন,মহিলারা এখন শূকর পালন, মৃৎশিল্প, পোল্ট্রি, ফিশারি, এন্টারপ্রেনারশিপ, মাইক্রো এন্টারপ্রাইজের, গ্রুপ-ভিত্তিক উদ্যোগ, ক্যাটারিং সার্ভিসেস এবং অ্যাগ্রো ইকোলজিক্যাল প্র্যাকটিসেও যুক্ত রয়েছেন। যা গ্রামীণ ত্রিপুরাকে উজ্জীবিত ও আত্মনির্ভর করে তুলছে। তিনি বলেন, নয়াদিল্লীতে অনুষ্ঠিত উত্তর-পূর্ব রাইজিং সামিট ২০২৫ এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথার্থ অর্থেই বলেছেন যে উত্তর পূর্ব হচ্ছে অষ্টলক্ষ্মী।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ‘অভিষেক সিং, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের রুরাল লিভলিহুডের অধিকর্তা রাজেশ্বরী এস এম, টিআরএলএমের সিইও তড়িৎ কান্তি চাকমা সহ উত্তর “পূর্বাঞ্চলের রাজ্যগুলি থেকে আগত বিভিন্ন আধিকারিক, প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *