ছাত্র ভর্তির অনৈতিক দাবিতে উত্তাল কলেজ,শিক্ষকদের দরজা বন্ধ করে বিক্ষোভ, অশ্লীল গালাগাল!!
রাজ্যের প্রথম সিন্থেটিক টার্ফ গ্রাউন্ডের উদ্বোধন

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। শুক্রবার রাজ্যে মুখ্যমন্ত্রী,উপ- মুখ্যমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো আগরতলার উমাকান্ত একাডেমি মিনি স্টেডিয়ামের সিন্থেটিক টার্ফ ফুটবল গ্রাউন্ডের। একইসাথে এদিন ফ্লাড লাইটেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।সেই রাজ্যের ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে আরও একটি সাফল্যের মুকুট যুক্ত হলো।
