August 3, 2025

রাজ্যেও জাতীয় প্রকৌশলী দিবস উদযাপন

 রাজ্যেও জাতীয় প্রকৌশলী দিবস উদযাপন

“টেকসই ভবিষ্যতের জন্য ইঞ্জিনিয়ারিং,” এই স্লোগানকে সামনে রেখে এবছর পালিত হচ্ছে ৫৬ তম
জাতীয় প্রকৌশলী দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও এ দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয় শুক্রবার। প্রতিবছর ১৫ সেপ্টেম্বর ভারতীয় প্রকৌশলী এম. বিশ্বেশ্বরায়ার জন্ম দিবসটিকে সামনে রেখে পালিত হয় জাতীয় প্রকৌশলী দিবস। সমাজে প্রকৌশলীদের উল্লেখযোগ্য অবদানকে সম্মান জানাতে, তাদের উদ্ভাবনী চেতনাকে স্বীকৃতি দিতে এবং বিশ্ব গঠনে তারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তা স্মরণ করার জন্যই দিনটি পালন করা হয়। জাতীয় প্রকৌশলী দিবস উদযাপন উপলক্ষে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট , অল ইঞ্জিনিয়ারিং সার্ভিস এসোসিয়েশন ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটস এন্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন ইন ত্রিপুরার উদ্যোগে শুক্রবার সকালে একটি প্রভাত ফেরীর আয়োজন করা হয়।

আগরতলার নজরুল কলাক্ষেত্র থেকে প্রভাত ফেরী বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রভাত ফেরীতে অংশগ্রহণ করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা , ডেপুটি সেক্রেটারি পি ডব্লিউ ডি রাজীব পাল সহ রাজ্যের বিভিন্ন স্তরের প্রকৌশলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *