পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!
রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্ম জয়ন্তী

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ২৫০ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার সারা রাজ্যেই নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় আগরতলা বীরচন্দ্র লাইব্রেরী প্রাঙ্গনে। সেখানে রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন শিক্ষা মন্ত্রী রতনলাল নাথ ,মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এরপর ছাত্র-ছাত্রীদের এক বর্ণাঢ্য র্যালি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
