রাজধানীর চাকায় পিষ্ট ৮ হাতি! লাইনচ্যুত ট্রেনের ৫ কামরা!!
অনলাইন প্রতিনিধি :- শুক্রবার মধ্যরাত দুটো ১৭ মিনিটে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীনে যমুনামুখ-কামপুর সেকশনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে অসমের নওগাঁওতে। নয়াদিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল সাতটি হাতির। দুর্ঘটনায় সাতটি কামরা লাইনচ্যুত হয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা যায়,২০৫০৭ ডাউন সাইরাং-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনটি হাতির পালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এর ফলে ট্রেনের ইঞ্জিন এবং পাঁচটি কোচ লাইনচ্যুত হয়। তবে, কোনো যাত্রী হতাহত বা আহত হননি। এলাকাটি গুয়াহাটি থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত।