August 2, 2025

রাজধানীতে বাম-গ্রেসের সাড়া জাগানো মিছিল,সিইওর কাছে ডেপুটেশন!!

 রাজধানীতে বাম-গ্রেসের সাড়া জাগানো মিছিল,সিইওর কাছে ডেপুটেশন!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। রাজ্যের রাজনৈতিক ইতিহাসের দুই মেরুর দুই দল আজ বিজেপি সরকারকে উৎখাত করতে একজোট হয়ে হাঁটছে একইপথে, কথা বলছে একই সুরে। বামপন্থী বিভিন্ন দল এবং কংগ্রেসের জোটের নামকরণ হলো ‘সেকুলার ডেমোক্রেটিক ফোর্স।’ এই নামেই শনিবার, ২১ জানুয়ারি ‘আমার ভোট, আমার অধিকার’-এই স্লোগানকে সামনে রেখে সাধারণ মানুষের তরফে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে রাজধানীর রাজপথ কাঁপিয়ে মিছিল করে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করল বাম-গ্রেস।

এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে জমায়েত হয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে সেখান থেকে মিছিলটি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে গিয়ে সেখানে ডেপুটেশন প্রদান করেন তারা। মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ন কর, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন বিধায়ক আশিষ কুমার সাহা,গোপাল রায়। এছাড়াও উপস্থিত ছিলেন উভয় দলের অন্যান্য নেতৃত্ব সহ দলীয় কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *