August 2, 2025

রাজধানীতে ফের দুঃসাহসিক চুরি, ঘুমে পুলিশ প্রশাসন!!!

 রাজধানীতে ফের দুঃসাহসিক চুরি, ঘুমে পুলিশ প্রশাসন!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। গোট রাজধানীই এখন চরম নিরাপত্তাহীন। এবার খোদ মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় এবং পুলিশের নাকের ডগায় দুঃসাহসিক চুরি সংগঠিত করে নিরাপদে কেটে পড়েছে চোর। শুধু তাই নয়, পুলিশ কর্মীর বাড়িতে হানা দিয়ে সর্বস্ব লুঠ করে নিয়ে গেছে চোরের দল। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর জয়নগর ৬ নং রোড এলাকায়। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। শহর ও শহরতলীতে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় আতঙ্কিত শহরবাসী।

বিস্ময়ের ঘটনা হলো পুলিশ এখনো পর্যন্ত কঠোর কোনও ব্যবস্হা গ্রহন করতে পারেনি।পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে একের পর এক ঘটনা সংগঠিত হচ্ছে। প্রশ্ন উঠেছে, যে রাজ্যে পুলিশ তার নিজের প্রধান কার্যালয় সুরক্ষিত রাকতে পারেনা, সেখানে সাধারণ মানুষের ধন প্রান কিভাবে রক্ষা করবে? বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর জয়নগর এলাকার নারায়ন ধর এবং পুলিশ কর্মী মনিলাল দাসের বাড়িতে চুরি হয়। মনিলাল বাবু রাতে থানায় ডিউটিতে ছিলেন। সকালে বাড়ি এসে দেখেন সব সাফ করে নিয়ে গেছে চোরের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *