দিল্লির রাস্তা থেকে পথকুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের!!
রাখির দিনেই শুরু হয়ে গেল দুর্গাপুজো!!

অনলাইন প্রতিনিধি :-মহিষমদিনী পুজো। সহজ কথায় দুর্গা পুজো।আর সেই উপলক্ষ্যে পুণ্যার্থীদের ঢল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কালনায়। রাখি পূর্ণিমার দিন থেকে শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী পুজো। চলবে চারদিন। প্রতি বারের মতো চলতি বছরেও মহিষমর্দিনী পুজো উপলক্ষ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কালনা শহর। পুজো কমিটির পক্ষ থেকে মন্দির চত্বরে বসানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। এ ছাড়াও, ড্রোনের মাধ্যমে চালানো হবে কড়া নজরদারি। কালনার একাধিক ফেরিঘাটে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, কালনার মহিষমর্দিনী পুজোর ইতিহাস প্রায় ২০০ বছরের। শোনা যায়, ভাগীরথী নদীতে ভেসে আসে দেবীর কাঠামো। তার পরে গ্রামের এক ব্যবসায়ী ঈশ্বরী ঘোষাল পাল স্বপ্নাদেশ পান মাতৃ মূর্তি পুজো করার। তার পর থেকেই কালনায় হয়ে আসছে মহিষমর্দিনী পুজো। প্রথম দিকে হোগলা পাতার ছাউনি দেওয়া মণ্ডপে মায়ের পুজো শুরু হয়।পরে স্থায়ী মন্দির ও আটচালা তৈরি করা হয়।