August 2, 2025

রবীন্দ্রভবনের দুই অনন্য ভাস্কর্য বসানো হল নজরুলে

 রবীন্দ্রভবনের দুই অনন্য ভাস্কর্য বসানো হল নজরুলে

অবশেষে দীর্ঘ ছয় থেকে সাত বছর অযত্নে ও অবহেলায় গুদামে পড়ে থাকার পর, সম্প্রতি রাজ্য সরকার এবং তথ্য সংস্কৃতি দপ্তরের আন্তরিক প্রয়াস ও উদ্যোগের ফলে নতুন করে প্রতিষ্ঠিত হলো রবীন্দ্র ভবন থেকে তুলে নিয়ে যাওয়া দুটি ভাস্কর্য। রাজ্যের বরেণ্য শিল্পী বিপুলকান্তি সাহার হাতে তৈরি ওই দুটি ভাস্কর্য রাজধানীর পুরোনো রবীন্দ্র শতবার্ষিকী ভবনের মূল প্রবেশদ্বারের দুই পাশে বসানো হয়েছিল আশির দশকের মাঝামাঝি সময়ে। নৃত্যরতা দুই নারীর মূর্তি রাজ্যের সংস্কৃতি চর্চার অন্যতম প্রধান পীঠস্থান রবীন্দ্র ভবনের গরিমাকে অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে এই দুটি ভাস্কর্য সংস্কৃতির ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবনের গরিমা ও শোভা বর্ধন করেছে। কিন্তু পুরোনো রবীন্দ্র ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ করার সময় ওই দুটি ভাস্কর্য তুলে ফেলা হয়েছিল। এরপর থেকে এগুলির জায়গা হয়েছিল নজরুল কলাক্ষেত্রের গুদামে। অযত্নে অবহেলায় পড়েছিল বহু মূল্যের ওই দুটি ভাস্কর্য। অনেকে ভুলেই গিয়েছিলেন। শুধু তাই নয়, কোথায় এগুলি এতদিন পড়েছিল তাও কেউ জানতো না। সম্প্রতি রাজধানীর নজরুল কলাক্ষেত্রে উদ্বোধন হয় সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট-এর একটি শাখা। যার মূল উদ্যোক্তা রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর। এই ফিল্ম ইনস্টিটিউশনের পরিকাঠামো গড়ে তোলার সময় নজরুল কলাক্ষেত্রের গুদামেও ঝাড়পোছ করা হয়। তখনই নজরে আসে ওই দুটি বহুমূল্যের ভাস্কর্য পড়ে আছে অনাদরে। সাথে সাথেই তথ্য সংস্কৃতি দপ্তর সিদ্ধান্ত নেয় ওই দুটি ভাস্কর্যকে পুনরায় সংস্কার করে নজরুল কলাক্ষেত্রে ফিল্ম ইনস্টিটিউশনের সামনে বসানোর। সিদ্ধান্ত মোতাবেক তাই করা হয়েছে। রবীন্দ্র ভবনের সেই পুরোনো বহু মূল্যের ঐতিহ্যবাহী ভাস্কর্য এখন নয়ারূপে বসানো হয়েছে নজরুল কলা ক্ষেত্রে। এতে রাজ্যের বরেণ্য শিল্পীকেও সম্মান জানালো তথ্য দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *