August 1, 2025

রবি ঠাকুরের হাতে লেখ দুষ্প্রাপ্য চিঠি নিলামে বিক্রি হল ২১ লাখে।

 রবি ঠাকুরের হাতে লেখ দুষ্প্রাপ্য চিঠি নিলামে বিক্রি হল ২১ লাখে।

বাঙালির সর্বকালের, সর্বশ্রেষ্ঠ আইকন রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা দুষ্প্রাপ্য একটি চিঠি অনলাইন নিলামে ২১ লক্ষ, ১৩ হাজার ২১২ টাকায় সম্প্রতি বিক্রি হয়েছে। নিলামে তোলার সময় সেটির ‘বেস প্রাইস’ অর্থাৎ ভিত্তিমূল্য রাখা হয়েছিল ২-৩ লক্ষ টাকা। নিলামে সেটি বিক্রি হল তার চেয়ে সাত গুণ বেশি দামে। গত সপ্তাহে নিলাম হাউজ “অষ্টগুরু’র তরফে “কালেক্টর’স চয়েস মডার্ন ইন্ডিয়ান আর্ট’ শীর্ষক অনলাইন নিলামে বিশ্বকবির ওই চিঠিটিও তোলা হয়েছিল। সত্যভূষণ সেনকে লেখা সেই চিঠিতে রবীন্দ্রনাথ তার ছোটগল্পগুলির ইংরেজিতে অনুবাদের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। একাধিক শিল্প সংগ্রাহকের মধ্যে প্রতিযোগিতার পর ২১ লাখ ১৩ হাজার ২১২ টাকায় বিক্রি হয়েছে কবির ওই চিঠি। গত ২১-২২ জুন অনুষ্ঠিত হয়েছিল অষ্টগুরুর দুই দিনের অনলাইন নিলাম। সংক্ষিপ্ত ওই চিঠিতে রবীন্দ্রনাথ লিখছেন, ‘শ্রীযুক্ত সত্যভাষণ সেন মহাশয় সমীপে বিনম্র সম্ভাষণপূর্বক নিবেদন — ইংরেজি অনুবাদে আমার ছোটগল্প ইংরেজি পাঠকের ঠিক রুচিকর হয় না তার প্রমাণ পেয়েছি। আধুনিক ইংরেজি সাহিত্যে গল্প লেখার যে ঠাট প্রচলিত হয়েছে তার সঙ্গে এ সব গল্পের একটুও মিল হয় না— তাই এগুলির ইংরেজি অনুবাদ করার চেষ্টা বৃথা বলে আমি মনে করি। ইতি ৩রা জানুয়ারী ১৯৩০।’ শেষে কবির স্বাক্ষর। অষ্টগুরু অকশন হাউজের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সানি চন্দিরামানি জানিয়েছেন, সংগ্রাহকদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিপত্রর চাহিদা সবসময়ই অনেক বেশি। তিনি বলেন, ‘এর কারণ মনীষীদের স্বহস্তে লেখা চিঠিপত্র খুব কমই পাওয়া যায়। আমরা খুব খুশি যে অতীতেও আমাদের কিছু নিলামে আমরা রবি ঠাকুরের কিছু চিঠি ও চিত্রকর্ম সংগ্রাহকদের দিতে পেরেছি।বৃহত্তর অর্থে চিন্তা করলে, এই জিনিসগুলো খুবই দুষ্প্রাপ্য। বিশেষত এই চিঠিতে তিনি সরাসরি সাহিত্য নিয়ে কথা বলেছেন, তাই এই চিঠির গভীরতা আরও বেশি।’ শুধু রবীন্দ্রনাথের ওই চিঠিই নয়, সেই সঙ্গে অষ্টগুরু অনলাইন নিলামে তুলেছিল প্রবাদপ্রতিম চিত্রশিল্পী নন্দলাল বসু থেকে শুরু করে পদ্মশ্রী বিজয়ী কে লক্ষ্য গৌড়, বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এস এইচ রাজা এবং কৃষেণ খান্নার শিল্পকর্ম। দুদিনের এই নিলামে দুইশোর বেশি শিল্পকর্ম নিলামে তোলা হয়। এগুলির মধ্যে যামিনী রায়, এমভি ধুরন্ধর, রবীন্দ্রনাথ ঠাকুর, এমএফ হুসেইন, অ্যালেক্স পদমসি, ভিএস গায়তোন্ডি, মঞ্জিত বাওয়া-সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বদের শিল্পকর্ম, স্মারক, চিঠি নিলামে হাতবদল হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *