September 19, 2025

রক্ত সংগ্রহে জিবির ব্লাড ব্যাঙ্কে বিড়ম্বনা, দুর্ভোগ!!

 রক্ত সংগ্রহে জিবির ব্লাড ব্যাঙ্কে বিড়ম্বনা, দুর্ভোগ!!

অনলাইন প্রতিনিধি :- জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রোগীর জন্য রক্ত সংগ্রহে গিয়ে রোগীর আত্মীয়কে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে।ব্লাড ব্যাঙ্কে রক্তের জন্য গেলে ব্লাড ব্যাঙ্কের তরফে রোগীকে সেখানে যান,এখানে যান এই সব করতে করতে প্রচণ্ড দুর্ভোগে পড়তে হচ্ছে।ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট আছে বলে ডোনার ছাড়া রক্ত মিলছে না।রোগীর জন্য রক্ত নিতে রক্তের গ্রুপ চিহ্নিতকরণে রক্তের নমুনা ব্লাড ব্যাঙ্কে নিয়ে এসে কাউন্টারে জমা দিতে গিয়ে কাউন্টারের স্বল্পতা অনেকক্ষণ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

রিকুইজিশন অনুযায়ী কাউন্টারে রক্তের নমুনা জমা দিলেও ডোনার নিয়ে এসে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে হচ্ছে। তারপর ডোনার থেকে রক্ত সংগ্রহ করার পর সেই রক্ত স্ক্রিনিং তথা পরীক্ষা নিরীক্ষা করার পর রোগীর আত্মীয়ের হাতে সেই রক্ত পৌঁছতে দীর্ঘ সময় লেগে যায়।তিন ঘণ্টা, কোনও সময় চার ঘণ্টা আবার তার বেশি সময়ও – লেগে যায়। ডোনারের দেওয়া রক্ত স্ক্রিনিং তথা পরীক্ষা নিরীক্ষার পর কাউন্টার থেকে দিতে এতো দীর্ঘ সময় লেগে যাওয়ায় রোগীর আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ছেন রোগীর শারীরিক অবস্থার কারণে।অভিযোগ, ব্লাড ব্যাঙ্কে গিয়ে ডোনার দেওয়ার পরও ব্লাড ব্যাঙ্কের একাংশ কর্মীর কাছে চরম গাফিলতির কারণে প্রতিদিন ব্লাড ব্যাঙ্কে রক্ত সংগ্রহ নিয়ে রোগীর আত্মীয়রা প্রচণ্ড বিপাকে পড়ছেন।বিলম্ব ও দুর্ভোগ অবসানে ব্লাড ব্যাঙ্কের কাজে আরও গতি আনার দাবি উঠলেও পরিকাঠামোর উন্নতি হচ্ছে না বলে অভিযোগ।রেফারেল হাসপাতাল বলে জিবিতে প্রতিদিন দিবা রাত্রি সঙ্কটাপন্ন ও মুমূর্ষু রোগীর জন্য ব্লাড ব্যাঙ্ক থেকে জরুরিভিত্তিতে রক্ত নেওয়ার জন্য রোগীর আত্মীয়রা এসে ব্লাড ব্যাঙ্কে ধরনা দিলেও রক্ত পেতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে।ডোনার নিয়ে এসেও ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পেতে একাংশ ব্লাড ব্যাঙ্ক কর্মীর নানা গড়িমসিতে প্রতিনিয়ত ব্লাড ব্যাঙ্কে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *