যুব কংগ্রেসের গণ অবস্থান

দৈনিক সংবাদ অনলাইন।। ১১ দফা দাবিকে সামনে রেখে যুব কংগ্রেসের ৭২ ঘন্টার গণঅবস্থান শুরু হলো সোমবার থেকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ, রাজ্য কংগ্রেসের পর্যবেক্ষক জারিতা লাইফ্লাং ও প্রাক্তন বিধায়ক আশীষ সাহা প্রদীপ জ্বালিয়ে গণঅবস্থানের সূচনা করেন।