যমুনায় ঝাঁপ দিতে চাই, চিঠি লিখেই নিখোঁজ হয়েছিলেন স্নেহা!!

অনলাইন প্রতিনিধি :- টানা ছ’দিন নিখোঁজ ছিল ত্রিপুরার সাব্রুমের মেয়ে স্নেহা। ছয়দিন পর যমুনা থেকে উদ্ধার হল ছাত্রীর দেহ ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় যমুনা নদীর গীতা কলোনি ফ্লাইওভারের কাছাকাছি একটি জায়গা থেকে উদ্ধার হয়। স্নেহা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন। দক্ষিণ দিল্লির একটি আবাসনে থাকতেন।৭ জুলাই নিখোঁজ হওয়ার আগে তিনি একটি চিঠি লিখে রেখে গিয়েছিলেন । তাতে অন্য কয়েকটি কথার পাশাপাশি যমুনার উপর থাকা সিগনেচার সেতু থেকে জলে ঝাঁপ দিতে চান বলে ইঙ্গিত দিয়েছিলেন স্নেহা । সেই মতো তাঁর খোঁজে সন্ধান শুরু হয় । মোবাইলের লোকেশন থেকেও জানা যায় স্নেহা শেষবার ওই সেতুতেই গিয়েছিলেন ।