ম্যাপিং শুরু হচ্ছে রাজ্যেও!!

অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরায় এসআইআরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
এ মর্মে বিএলওদের প্রয়োজনীয় নির্দেশ জারি করা হচ্ছে।দিল্লীতে নির্বাচন কমিশন প্রতিটি রাজ্যের সিইওদের সাথে বৈঠক করে দেশজুড়ে এসআইআর করার তোড়জোড় শুরু করে। সম্প্রতি রাজ্যের সিইও রাজ্যে ফিরে এসে প্রতিটি জেলার নির্বাচনি আধিকারিক এবং রিটার্নিং অফিসারদের সাথে বৈঠক করেন এবং এসআইআরের প্রক্রিয়া চালু করার উপর জোর দেন। এ মর্মে এবার বিএলওদের প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে। এসআইআরের প্রাথমিক ধাপ হিসাবে বিএলওরা ২০০৫ সালের ভোটার তালিকার সাথে ২০২৫-এর ভোটার তালিকা মিলিয়ে দেখবেন। একে বলা হচ্ছে ‘ম্যাপিং’। এসআইআরের প্রাথমিক ধাপ হিসাবে এই ম্যাপিং শুরু করার উদ্যোগ শুরু হবে গোটা রাজ্যে আগামী ২/১ দিনের মধ্যে। এই মর্মে বিএলওদেরও ট্রেনিং শুরু হচ্ছে আগামীকাল থেকে। এই ভোটার তালিকা ম্যাপিংয়েও বিএলওরা আগে দেখবেন ২০০৫-এর তালিকা থেকে ২০২৫-এর তালিকায় কোন কোন ভোটার বাদ আছেন কিনা।কোনো মৃত ভোটার আছেন কিনা ইত্যাদি ইত্যাদি।প্রাথমিকভাবে এই কাজগুলি করে এসআইআরের প্রাথমিক প্রক্রিয়াগুলি কিছুটা সেরে নিতে চাইছে নির্বাচন দপ্তর। এরপর পুজো শেষ হতেই এসআইআর পুরোদমে শুরু হতে চলেছে রাজ্যে। ইতিমধ্যেই বিহারে দেশের মধ্যে প্রথম এসআইআর চলছে। এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। ইতিমধ্যেই কয়েক দফা শুনানিও হয়ে গেছে সুপ্রিম কোর্টে। বিরোধীরা অভিযোগ করেছে যে, এসআইআরে যেভাবে শুধু ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। তাই বিরোধীদের তরফে বলা হচ্ছে যে, কোনো বদ উদ্দেশ্য লুকিয়ে রয়েছে এসআইআরের পেছনে।