October 29, 2025

মোদিকে “সবচেয়ে সুন্দর ও শক্তিশালী মানুষ” বললেন ট্রাম্প, দাবি করলেন ভারত-পাক যুদ্ধবিরতিতে তাঁর ভূমিকা!!

 মোদিকে “সবচেয়ে সুন্দর ও শক্তিশালী মানুষ” বললেন ট্রাম্প, দাবি করলেন ভারত-পাক যুদ্ধবিরতিতে তাঁর ভূমিকা!!

অনলাইন প্রতিনিধি :-দক্ষিণ কোরিয়ায় এক ব্যবসায়িক মধ্যাহ্নভোজ সভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে বললেন, “তিনি সবচেয়ে সুন্দর দেখায় এমন মানুষ,” পাশাপাশি দাবি করলেন যে চলতি বছরের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে তিনি ব্যক্তিগতভাবে ভূমিকা রেখেছিলেন।
ট্রাম্প বলেন, “দুটি পরমাণু শক্তিধর দেশ যুদ্ধের মুখে দাঁড়িয়েছিল। তারা বলেছিল, ‘আমরা লড়ব।’ কিন্তু আমি বাণিজ্যিক চাপ প্রয়োগ করি, এবং কিছুক্ষণের মধ্যেই তারা জানায়, যুদ্ধ থামানো হবে। প্রধানমন্ত্রী মোদি খুবই শক্ত মানুষ, চেহারায় শান্ত কিন্তু ভিতরে ভয়ানক দৃঢ়—তাঁর মতো ‘নাইস লুকিং গাই’ আর কেউ নেই।”
তিনি আরও জানান, খুব শিগগিরই ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁর। “ভারতের সঙ্গে আমি বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি, এবং প্রধানমন্ত্রী মোদির প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে,” বলেন ট্রাম্প।একইসঙ্গে পাকিস্তান সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেন তিনি—“পাকিস্তানের প্রধানমন্ত্রীও দারুণ মানুষ, আর তাঁদের ফিল্ড মার্শাল অসাধারণ যোদ্ধা,” মন্তব্য করেন ট্রাম্প।
তিনি আরও বলেন, “আমি মোদিকে ফোন করে বলেছিলাম—তোমরা যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করো, তাহলে আমরা বাণিজ্য চুক্তি এগিয়ে নেব না। তারপর পাকিস্তানকেও একই কথা জানাই।”উল্লেখযোগ্যভাবে, ভারত এই দাবিকে আগেও সরাসরি নাকচ করেছে। নয়াদিল্লির বক্তব্য, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ছিল দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিদ্ধান্ত—তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতা ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *